সব
সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গভীরভাবে শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববরেণ্য মোফাস্সিরে কোরান, সাবেক ৩ বারের সফল সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র ও ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। সেই সাথে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ন পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।
নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮), কচুয়া উপজেলার মো. শাহিন মোল্লা (১৯)।
জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা যাচ্ছিল। অন্যদিকে বাগেরহাট স্টুডেন্ট ক্যাটারার্সের ১৮ কর্মী নিয়ে একটি টমটমে করে পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। শংকরপাশা এলাকায় টমটমটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দুর্ঘটনায় আহত ৫-৬ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। পরে খুলনা হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মন্তব্য