সব
১৭ মার্চ ২০২৩ (শুক্রবার), সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে সকল রয়েছে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবন সমূহে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন (জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী), সকাল ৭.৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সংশ্লিষ্ট উপ-কমিটি কর্তৃক নির্ধারিত স্থানে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার। ইসলামী ফাউন্ডেশন পরিচালকের ব্যবস্থাপনায় বাদ জুম্মা মসজিদগুলোতে দোয়া ও মিলাদ মাহফিল এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালকের ব্যবস্থাপনায় মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালগুলোতে বিশেষ প্রার্থনা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা। সরকারী-বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নিজস্ব ভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের ব্যবস্থাপনায় সরকারি শিশু পরিবার (বালক/ বালিকা) ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের ব্যবস্থাপনায় সরকারি হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন ও জেলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় কারাগারে মিষ্টান্ন বিতরণ। বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী, এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা কালচারাল অফিস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপ-কমিটির আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এছাড়াও সিনিয়র জেলা তথ্য অফিসার ও সিনেমা হল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শম্ভুগঞ্জ ব্রিজ সংলগ্ন জয়বাংলা চত্বর, শিকারীকান্দা বাইপাস মোড়, চরপাড়া মোড়, নতুন বাজার মোড়, গাঙ্গিনারপাড়, রেলওয়ে স্টেশন চত্বর, আকুয়া বাইপাস মোড়, কাঁচিঝুলি মোড়, খাগডহর বাজারে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারী, চলচ্চিত্র প্রদর্শণ এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যবস্থাপনায় শিকারীকান্দা, বাইপাস মোড়, নতুন বাজার মোড়, চরপাড়া মোড়, জেলা পরিষদ মোড়, জিরো পয়েন্ট চত্বর ও রেলওয়ে স্টেশন কৃষ্ণচুড়া চত্বরসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের সৌন্দর্যবর্ধন, সাজসজ্জা, আলোক সজ্জা ও পরিস্কার-পরিচ্ছন্নকরণ। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর ব্যবস্থাপনায় শহরের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, প্রতিষ্ঠান, স্থাপনা ও বাসভবনগুলোতে সৌন্দর্যবর্ধন, আলোকসজ্জা ও পরিস্কার পরিচ্ছন্নকরণ।
মন্তব্য