সব
দেশের পরিবেশ উন্নয়ন ও মানুষের মানবাধিকার আদায়ে কাজ করা একটি সুনামধন্য সংগঠন ‘জাতীয় পরিবেশ উন্নয়ন এবং মানবাধিকার সংস্থা’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত নিবন্ধিত সংগঠন “ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের” ৩ বছর মেয়াদি ময়মনসিংহ জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
বুধবার (১৫ ই মার্চ) সংগঠনের চেয়ারম্যান মোঃ আবদুল আজিজ ও মহাসচিব আব্দুল মান্নানের যৌথ স্বাক্ষরে পাঠানো ১৪ সদস্য বিশিষ্ট কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সভাপতি কামরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল আওয়াল রবি, সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রনি বসু, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন কুন্ডু, কোষাধ্যক্ষ শুভ বসাক, দপ্তর সম্পাদক আশিকুর রহমান মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক ছোটন, সদস্য ইয়াহিয়া আরিফ, সদস্য আতিকুল হক রিপন, সদস্য মোঃ আনোয়ার হোসেন ও সদস্য নজরুল ইসলাম জুয়েলকে মনোনীত করা হয়। দেশ ও মানুষের কল্যাণে এই সংগঠন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে সবসময় প্রস্তত থাকবে এই প্রত্যয়ে একটি সুন্দর জেলা কমিটি উপহার দেওয়ায় কেন্দ্রীয় চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেলা কমিটির নেতৃবৃন্দ।
মন্তব্য