সব
১৫ মার্চ ২০২৩ খ্রি: রোজ বুধবার ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক মুক্তাগাছা থানার ফেব্রুয়ারি/২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মুক্তাগাছা থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারি/২৩ মাসে মুক্তাগাছা থানা এলাকায় ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ভবিষ্যতে উক্ত ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। মুক্তাগাছার থানার চৌকিদারগণ স্ব-স্ব এলাকার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এছাড়াও ফেব্রুয়ারি/২৩ মাসে ০২ জন চৌকিদার ও ০১ জন এএসআই সাজা পরোয়ানা তামিল করায় অর্থ পুরস্কার প্রদান করে সভার সমাপ্ত ঘোষণা করা হয়।
মন্তব্য