সব
পিরোজপুর অফিস::
পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৪ বছরে পদার্পন। প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক।
বুধবার বেলা ১১ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বাংলাদেশ প্রতিদিনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলি, একে আজাদ, এম এ রব্বানী ফিরোজ, সাবেক সহ-সভাপতি খালিদ আবু, প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, খেলাফত হোসেন খসরু প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কেটে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৪ বছর পদার্পন উদযাপন করা হয়।
মন্তব্য