সব
প্রতিকী ছবি
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় মাটি বহনকারী ট্রাক্টর ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য ইমরান হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শংকরপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কন্সটেবল ইমরান হোসেন (৩৫) জালালাবাদ ইউনিয়নের শংকরপুর থানার মোনায়েম মাস্টারের ছেলে। সে রাঙামাটি সদর থানায় কর্মরত।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, পুলিশ সদস্য ইমরান হোসেন ছুটিতে বাড়িতে এসেছিল। সকালে বাড়ি থেকে ব্যক্তিগত কাজে মোটর সাইকেলে বের হন। রাস্তায় ট্রাক্টর ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
এ ঘটনায় ট্রাক্টর চালককে আটক করা সম্ভব হয়নি তবে ট্রাক্টরটি আটক করা হয়েছে বলে থানা পুলিশ জানান।
মন্তব্য