সব
প্রতিকী ছবি
পঞ্চগড় সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়নে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মফিজদ্দীন (৯০) নামে এক পথচারী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি।দুপুরে ইউনিয়নের চাকলাহাট বাজারের পাশে হাজি খামির উদ্দীন প্রধান আলিম মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মফিজদ্দীন একই এলাকার মৃত হেদায়েতুল্লাহর ছেলে। মফিজদ্দীনের ভাতিজা স্বপন বলেন, দুপুরে হাজি খামির উদ্দীন প্রধান আলিম মাদ্রাসার সামনে থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ চিলাহাটি থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দিনাজপুর মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। তিনি আরও বলেন, বড় আব্বার মৃত্যুতে আমাদের কোনো অভিযোগ নেই। তবে মোটরসাইকেল চালক কেন দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং তার গাড়ির সব কাগজপত্র ঠিক আছে কি না, তা চেক করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। যাতে অবৈধ চলাচলে আর কারো এমন মৃত্যু না হয়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য