গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আব্দুল খালেকের দুর্নীতি, অপব্যবস্থাপনা, অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, লুটপাট, শিক্ষার মান নষ্ট করা ও ১৪০ জন শিক্ষার্থীকে পুনরায় ভর্তি না করে ছাত্রত্ব বাতিল করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
আজ সোমবার সকাল ১১ ঘটিকায় সচেতন নাগরিক সমাজ ও অভিভাবকবৃন্দ আয়োজনে ঝিনিয়া বাজারে স্কুল সংলগ্ন রাস্তায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবীব মাসুদ, দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশেক আলী জিকু, মহিলা আওয়ামীলীগ সভাপতি রিনা পারভীন মুক্তি, ইউপি সদস্য আনোয়ার হোসেন, বিদ্যালয়ের বহিঃস্কৃত শিক্ষার্থী ইমরান মিয়া, অভিভাবক মুন্সি আমিনুল ইসলাম সাজু, মিলন চন্দ্র, বাবু মিয়া, আইয়ুব আলী, আব্দুল মজিদ, ছাত্রনেতা সুমন মিয়া, বাবলু মিয়া ও মিঠু মিয়া প্রমূখ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে ১৪০ জন শিক্ষার্থীর পুনঃভর্তি, পকেট কমিটি গঠনসহ দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ দাবী করে হুশিয়ারী উচ্চারণ করেন অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। শেষে বিদ্যালয়ের বহিঃস্কৃত
শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অফিস রুম তালাবদ্ধ করে রাখেন।
মন্তব্য