সব
আওয়ামী লীগ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ১০ নং কালাদহ ইউনিয়ন কমিটির কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কালাদহ ইউনিয়নের শীবরামপুর উচ্চ বিদ্যালয়ে এই সভা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম নবগঠিত কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, কমিটিতে আসার অর্থ হলো দায়িত্ব বেড়ে যাওয়া। আজ থেকে আপনাদের দায়িত্ব কর্তব্য বেড়ে গেছে। আপনাদের দায়িত্বটুকু পুর্নাঙ্গভাবে পালন করুন, দলকে শক্তিশালী করুন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি ও সংগঠনকে শক্তিশালী করতে সাংগঠনিক বিধান অনুসারে কার্যকরী ও বর্ধিত সভা করুন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, মুমিনুল ইসলাম হযরত, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক দুলাল মাস্টার, যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য উপজেলা আওয়ামী লীগ বুলবুল হোসেন, সদস্য রাকেশ মল্লিক।
এর আগে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কালাদহ সভাস্থলে পৌছলে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদেরকে ফুলেল শুভেচছা জানানো হয়।
মন্তব্য