খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩টি ট্রাক ও ০১(এক) টি বাস এর ড্রাইভারকে মোট ২,০০০/-(দুই হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (২২ জানুয়ারী) পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসনও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ০৩(তিন) টি ট্রাক ও ০১(এক) টি বাস এর ড্রাইভারকে মোট ২,০০০/-(দুই হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী ০৭(সাত) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ ও ফরহাদ আহমেদ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
জেলা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
মন্তব্য