সব
গত ১৯ ই জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলা বি এন পির কার্যালয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা এবং শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলা শাখা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় এবং সভাপতি ফারুক আহমেদ সাব্বির এর সভাপতিত্বে, চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবীর ,সাধারণ সম্পাদক আবু সাদাদ মোঃ সায়েম ও জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার সহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা কর্মীরা।
চিত্রাংকন প্রতিযোগিতা এবং শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণের সময় নেতারা বলেন, আওয়ামীলীগ মামলা ,গ্রেফতারি পরোয়ানা সহ যতই বাধা বিপত্তির সৃষ্টি করুক না কেন তা প্রতিহত করে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ,গণতন্ত্র পূনরুদ্ধারে চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাঙ্গামাটি জেলার নেতা ও কর্মীরা কাজ করে যাবো।
মন্তব্য