সব
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী ইউনিয়নের সকল ইমাম ও যুব সমাজের উদ্যোগে ক্বিরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে পত্তাশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহীন হাওলাদার। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ আলতাফ হোসাইন, মাওলানা মোঃ ফয়সাল হোসেন, মাওলানা মোঃ মাকসুদ উল্লাহ, মাওলানা মোঃ ফয়সাল আকন ও মাওলানা মোঃ নুরে এলাহী। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ এনামুল কবির হাওলাদার, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপজেলার বালিপাড়া, পাড়েরহাট ও ইন্দুরকানীসহ বিভিন্ন এলাকার মাদ্রাসার ছাত্ররা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক সদস্য মালিক আব্দুল লতিফ, মদিনার কাফেলা শিল্পী গোষ্ঠীর পরিচালক হাফেজ মাওলানা মোঃ হাবিবুল্লাহ বেলালী, ইসলাহা সংস্কৃতিক সংসদের সদস্য মোঃ নাদিম শিকদারসহ আরও অনেকে।
একই স্থানে পরে কোরআন থেকে ঘন্টা ব্যাপী তাফসীর করেন খুলনার হেরাজ মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ আবুল কালাম আজাদ। পরে এলাকাবাসী ও দেশের জন্য বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য