সব
গত ১৯ ই জানুয়ারী বৃহস্পতিবার বিকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছে রাঙামাটি জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। প্রধান বক্তা ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভপতিত্বেএবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবীর , সাধারণ সম্পাদক আবু সাদাদ মোঃ সায়েম জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার প্রমূখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ মামলা ,গ্রেফতারি পরোয়ানা সহ যতই বাধা বিপত্তির সৃষ্টি করুক না কেন তা প্রতিহত করে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ,গণতন্ত্র পূনরুদ্ধারে চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষে এবং বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও গণতন্ত্র পুণঃ প্রতিষ্ঠার ১০ দফা দাবী আদায়ে রাঙ্গামাটি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা কাজ করে যাবো।
মন্তব্য