সব
পঞ্চগড় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),উদ্যাগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার ২০ জানুয়ারি সকাল ১১.০০ ঘটিকায় তেঁতুলিয়া মডেল থানা চত্তরে জেলা পুলিশ পঞ্চগড় এর আয়োজনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পঞ্চগড় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার,পঞ্চগড় এস,এম, সিরাজুল হুদা পিপিএম মহোদয়। পুলিশ সুপার মহোদয় সমাজের বিত্তবান মানুষকে অসহায় শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহব্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরা ইয়াসমিন আঁখি, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পঞ্চগড়। তিনি বক্তব্যে বলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পঞ্চগড়, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, এই শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ। পুনাক পঞ্চগড়, এর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহনাজ সিগমা, সহ-সভাপতি রিতু ঘোষ, সহ-সভাপতি ইমন মোস্তারি আলো, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পঞ্চগড় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি সাংবাদিকসহ জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
মন্তব্য