সব
পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড় জেলার সড়ক দুর্ঘটনায় বাংলাবান্ধা জাতীয় মহা সড়কের জগদল বাজার এলাকায় মো; বদিউজ্জামান বদি (৪৫) নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) রাত ৮ টায় পঞ্চগড় জগদল বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত বদিউজ্জামান বদি উপজেলার তেতুলিয়া ইউনিয়নের কলোনী এলাকার মৃত বীরমুক্তিযোদ্ধা মিরাজুলের ছেলে এবং উপজেলার মন্ডল পাড়া সরকারী স্কুলের শিক্ষক।
এব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাঈদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ এলাকাবাসি সূত্রে জানা যায়, নিহত বদি পঞ্চগড় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ওই মুহুর্তে রাস্তায় স্ট্রক করে মাথা ঘুরে সড়কে পড়ে যায়, এতে গুরুতর আহত হয়।
পরে স্থানিয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে এবং ঘটনা স্থলে মৃত্যু হয় বলে জানান
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো; মাসুদ করিম সিদ্দিক জানান, সড়ক দুর্ঘটনার খবরটি সত্যি এ রিপোর্ট লিখা পর্যন্ত মরাদেহ বাড়িতে পড়ে আছে জানাজা হয়নি।
এ বিষয়ে তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লাহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য