সব
ময়মনসিংহে সরিষা আবাদে কৃষখদের আগ্রহ বেড়েছে। ভোজ্য তেল সয়াবিনের মূল্যবৃদ্ধি ও তীব্র সংকটের কারণে দেশের কৃষি বিভাগ চলতি মওসুমে সরিষা চাষের উপর বেশী গুরুত্ব দিয়েছে। তেল বীজ সরিষা চাষের প্রতি চাষীদের আগ্রহ করে তোলায় সচেষ্ট হয়েছে সরকারী এই বিভাগ।
ভোজ্যতেল সংকটের এই মওসুমে (২০২২-২৩ইং) ময়মনসিংহ জেলায় মোট ৯ হাজার ২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
উপজেলাওয়ারী আবাদের হিসেব হচ্ছে সদর উপজেলায় ১ হাজার ৬শ’ ৪০ হেক্টর, মুক্তাগাছায় ৪শ’ ৮০ হেক্টর, ফুলবাড়িয়ায় ৯শ’ ৮০ হেক্টর, ত্রিশালে ৩শ’ ৭৪ হেক্টর, ভালুকায় ২শ’ ৩০ হেক্টর, গফরগাঁওয়ে ৬শ’ ২৫ হেক্টর, নান্দাইলে ১শ’ ৮০ হেক্টর, ঈশ্ব^রগঞ্জে ২শ’ ৪০ হেক্টর, গৌরীপুরে ৩শ’ ৬১ হেক্টর, তারাকান্দায় ১ হাজার ৭৫ হেক্টর, ফুলপুরে ৫শ’ ৮০ হেক্টর, হালুয়াঘাটে ১ হাজার ৭শ’ ৪০ হেক্টর ও ধোবাউড়ায় ৫শ’ ২০ হেক্টরে। জেলা কৃষিদপ্তর এই তথ্য জানান। ময়মনসিংহ খামার বাড়ির অতিঃ উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, অন্যান্যবারের চেয়ে এবার সরিষা চাষে কৃষকদের আগ্রহও অনেক বেড়েছে।
মন্তব্য