সব
তেঁতুলিয়ায় ব্যাটারী চালিত ইজিবাইক থেকে পড়ে মনুজান (৪৫) নামে এক মহিলার যাত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার তিরনই হাট দৌলতপাড়া এলাকার বাংলাবান্ধা -পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মনুজান এক তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের তহসিন আলীর স্ত্রী।
এবিষয়ে এক প্রত্যক্ষদর্শী সাহিনুর ইসলাম জানান ,দুপুরে মনুজান তার পরিবারের সদস্যদের সঙ্গে কালান্দিগছ এলাকায় তার মৃত আত্মীয়কে দেখতে যান। সেখান থেকে বিকেলে ব্যাটারি চালিত ইজিবাইক করে স্বপরিবারে বাড়িতে ফিরছিলেন। এক পর্যায়ে ব্যাটারি চালিত ইজিবাইকটি তিরনইহাট দৌলতপাড়া এলাকায় পৌছালে পেসার বেড়ে যায় এবং মাথা ঘুরে মহাসড়কে পড়ে যান। এতে মুখে ও মাথায় প্রচন্ডভাবে আঘাত পান।পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য