সব
প্রতিকী ছবি
তেঁতুলিয়ায় মাঝি পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ডনেশনের মাধ্যমে ঘুষ ও অনিয়মের ঘটনায় ডিসি,ইউএনও মাধ্যমিক কর্মকর্তা ডিজিপ্রতিনিধিসহ ৭ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের পর গতকাল মঙ্গল বার (১০ জানুয়ারী)পঞ্চগড় তেতুলিয়া বিজ্ঞ সহকারী জজ আদালত প্রতিষ্ঠানে বে আইনি, নিয়ম বর্হিভুত ভাবে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধে অন্তবর্তী কালীন নিষেধাজ্ঞা আদেশ জারী করেছে আদালত।এবং কা:বি;আইনের ৩৯ আদেশ১/২ ও১৫১ ধারা মতে ১/২ ও ৩ নং বিবাদী পক্ষের নালিশী তপশীল বর্নিত প্রতিষ্টানে বে- আইনি, নিয়ম বর্হিভুত ভাবে, অবৈধ ভাবে নৈশ্য প্রহরী নিয়োগ সহ নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্য়ক্রম করিতে না পারেন তৎকারনে মাঝি পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমত আলী,কে ৫ দিনের মধ্যে কারন দর্শনোর নির্দেশ প্রদান করে আদালত।
গোপনে রাতের আধারে নিজেদের পছন্দের লোককে নিয়োগের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ লেনদেনের করে নিয়োগ প্রদান করে মাঝি পাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিসহ ৭ জন।
এ নিয়ে নিয়োগ বানিজ্য প্রতিবাদ করে এক প্রার্থী আদালতে মামলা দায়ের করেন প্রার্থীর নাম ইমরান হোসেন পিতা তৈয়ব আলী সাং ধারা গছ। গত রবিবার ৮ জানুয়ারী যাহার মামলা নং২/২০২৩ইং পরে আদালত আদেশ জারি প্রদান করেন।
এ ব্যাপারে মাঝি পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমত আলী জানান,আদালতের আদেশ জারি করেছে কপি পেয়েছি অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা ,তাই আইন মেনে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত করবেন।
মন্তব্য