সব
পিরোজপুরের ইন্দুরকানীতে দারুস সুন্নাহ নূরানী হাফিজিয়া মডেল মাদ্রাসার বই ও বাৎসরিক পরিক্ষায় উত্তীর্ণদের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে ইন্দুরকানী উপজেলা মোড় সংলগ্ন মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মোঃ তাজাম্মুল হোসাইন, প্রধান অতিথি ছিলেন অবঃ সেনা সদস্য মোঃ এনামুল কবির হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন মাওঃ মোঃ খাইরুল বাশার, ইউপি সদস্য মোঃ মজনু হোসেন রনি।
আরও বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মোঃ জাহিদুল ইসলাম, ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মাওঃ ফজলুল হক সহ অনেকে।
অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের বই বিতরণ এবং বাৎসরিক পরিক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য; দারুস সুন্নাহ নূরানী হাফিজিয়া মডেল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ২০২০ ইং সালে। বর্তমানে এ মাদ্রাসাটিতে ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু রয়েছে। এতে ছাত্র-ছাত্রীদের সংখ্যা প্রায় শতাধিক।
মন্তব্য